শেয়ার বিজ ডেস্ক : বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল উৎপাদক দেশ ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কা বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার বেলা ২টা ৪ মিনিটে (গ্রিনিচ মান সময়) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৬১ ডলার বা ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭১ দশমিক ০১ ডলারে বিক্রি হচ্ছে, যা গত ১ আগস্টের পর থেকে সর্বোচ্চ। এতে চলতি জানুয়ারি মাসেই ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ১৬ শতাংশ, যা চার বছরের মধ্যে সবচেয়ে বড় মাসিক প্রবৃদ্ধি।
অন্যদিকে আমেরিকান বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সেস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৫৪ ডলার বা ৪ শতাংশ বেড়ে ৬৫ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে, যা গত চার মাসের সর্বোচ্চ।
বিশ্লেষকরা বলছেন, ইরানে মার্কিন হামলার ফলে মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় তেলের দাম আরও বাড়তে পারে। কারণ ইরান একাই প্রতিদিন ৩ দশমিক ২ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করে, যা মার্কিন হামলার ফলে বন্ধ হয়ে যাবে। পিভিএম বিশ্লেষক জন ইভান্স বলেন, ‘তাৎক্ষণিক (বাজার) উদ্বেগের বিষয় হলো- মার্কিন হামলার প্রতিক্রিয়ায় ইরান যদি প্রতিবেশী দেশগুলোর ওপর আক্রমণ করে তাহলে তেলের সরবরাহ প্রায় বন্ধ হয়ে যাবে। আরও স্পষ্ট করে বলতে গেলে, তেহরান হরমুজ প্রণালিকে বন্ধ করে দেবে, যেখান দিয়ে বিশ্বজুড়ে প্রতিদিন ২০ মিলিয়ন ব্যারেল তেল পরিবহন করা হয়।’
এদিকে একই কারণে বিশ্ববাজারে নতুন ইতিহাস গড়েছে স্বর্ণের দাম। প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ৫৫০ ডলার ছাড়িয়েছে। একই সঙ্গে রুপার দামও পৌঁছেছে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম ২ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ৫৫৪ দশমিক ৭৬ ডলারে দাঁড়িয়েছে। আগের দিনই স্বর্ণের দাম রেকর্ড ৫ হাজার ৫৯১ দশমিক ৬১ ডলারে পৌঁছায়। এর আগে সোমবার প্রথমবারের মতো ৫ হাজার ডলারের সীমা অতিক্রম করে স্বর্ণ। মাত্র চারটি সেশনে দাম বেড়েছে ৫০০ ডলারেরও বেশি।
আইজি মার্কেটের বিশ্লেষক টনি সাইকামোর বলেন, কেন্দ ীয় ব্যাংকগুলোর ধারাবাহিক স্বর্ণ ক্রয়, ট্রেন্ড অনুসরণকারী তহবিলের সক্রিয়তা এবং নিরাপদ বিনিয়োগের প্রতি বাড়তি চাহিদা এই দামের উত্থান ঘটিয়েছে। দামের এই দ্রুত উত্থান ইঙ্গিত দিচ্ছে যে সাময়িক সংশোধন আসতে পারে, তবে ২০২৬ সাল পর্যন্ত স্বর্ণের বাজারে শক্ত ভিত বজায় থাকবে। ফলে দাম কমলে সেটি নতুন করে বিনিয়োগের সুযোগ হিসেবেই দেখা হবে। সূত্র: রয়টার্স
প্রিন্ট করুন





Discussion about this post