Print Date & Time : 12 September 2025 Friday 5:42 am

লামায় কটেজে মিলল পর্যটকের লাশ

প্রতিনিধি, বান্দরবান : বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জা ভ্যালির ‘ডেঞ্জার হিল রিসোর্ট’-এর একটি কটেজ থেকে আনোয়ার হোসেন (৪৭) নামে এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় রিসোর্টের ১২ নম্বর কটেজ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত আনোয়ার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আবু তাহেরের ছেলে।

জানা গেছে, আনোয়ার গত ২১ জুলাই সকাল ১০টার দিকে লামা রিসোর্টে আসেন এবং সেখানে অবস্থান করছিলেন।বুধবার সকাল ১০টার দিকে রিসোর্টের স্টাফ সাজ্জাতুর রহমান ও মো. রিফাত নাশতা দিতে গেলে কটেজের দরজা বন্ধ খেতে পান। পরে তারা বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে রিসোর্ট ম্যানেজারকে বিষয়টি জানালে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে লামা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে লামা থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, ঘটনার সংবাদ পেয়ে আমরা কটেজে গিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।