শেয়ার বিজ ডেস্ক : সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবিসি)। আজ কোম্পানিটির ৩৯ কোটি ৩৩ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ রোববার (২৭ জুলাই) ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রমতে, লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিটি ব্যাংক । কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ১৯ লাখ ২৬ হাজার টাকার। ২৩ কোটি ৮০ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ঢাকা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, লাভেলো আইসক্রিম, এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড, খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ব্যাংক এশিয়া এবং আইএফআইসি ব্যাংক।
আরআর/