Print Date & Time : 15 July 2025 Tuesday 1:21 am

লেনদেনের শীর্ষে ব্রাক ব্যাংক

শেয়ার বিজ ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্রাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির ১৪ কোটি ২৩ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ সোমবার (১৪ জুলাই) ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদার্স। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৫৪ লাখ ৯১ হাজার টাকার।

আর ১০ কোটি ৭৪ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বিচ হ্যাচারি লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ব্রিটিশ আমেরিকান টোবাকো, সি পার্ল বিচ রিসোর্ট, ওরিয়ন ইনফিউশন, ইসলামী ব্যাংক বাংলাদেশ, আলিফ ইন্ডাস্ট্রিস, রহিমা ফুড এবং মিডল্যান্ড ব্যাংক।

আরআর/