শেয়ার বিজ ডেস্ক : শরীয়তপুরে আগের জেলা প্রশাসক (ডিসি) প্রত্যাহারের দুই সপ্তাহ পর নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব তাহসিনা বেগম। সোমবার (৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারিকৃত উপ-সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
এতে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা তাহসিনা বেগমকে শরীয়তপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
উল্লেখ্য, গত ১৯ জুন রাতে শরীয়তপুরের সদ্য সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের এক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এর পর ২১ জুন তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরবর্তীতে তার শৃঙ্খলাভঙ্গের বিষয়টি তদন্তের জন্য ২২ জুন তিন সদস্যের কমিটি গঠন করা হয়।

Discussion about this post