শেয়ার বিজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন, এমনকি যদি পুতিন তার আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে না বসেন তবুও। খবর: এনডিটিভি।
তবে ট্রাম্পেরও গত বৃহস্পতিবারের এই মন্তব্য মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত আগের প্রতিবেদনগুলোর বিরুদ্ধে যায়। ওই প্রতিবেদনগুলোয় নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউস কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছিল, পুতিন-জেলেনস্কি বৈঠক ট্রাম্প-পুতিন সম্মেলনের জন্য একটি পূর্বশর্ত।
কিন্তু বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকেরা ট্রাম্পকে জিজ্ঞেস করেন, পুতিন কি আগে জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে বাধ্য? জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘না, তার দরকার নেই।’
তিনি আরও বলেন, ‘তারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, আর আমি যা পারি করব, যেন হত্যাকাণ্ড বন্ধ হয়।’ এর আগের দিন ট্রাম্প বলেছিলেন, পুতিনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ খুব শিগগিরই হতে পারে। তার বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কোতে রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করার পর তিনি এ কথা বলেন।
ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকেই রাশিয়ার ইউক্রেনে সামরিক আগ্রাসন বন্ধের চেষ্টা করে যাচ্ছেন। নির্বাচনী প্রচারে তিনি বলেছিলেন, ‘ক্ষমতায় গেলে ২৪ ঘণ্টার মধ্যেই যুদ্ধ থামিয়ে দেবেন।’
সম্প্রতি তিনি রাশিয়ার ওপর চাপ বাড়িয়েছেন এবং মস্কোকে শুক্রবারের মধ্যে যুদ্ধবিরতিতে পৌঁছাতে আল্টিমেটাম দিয়েছেন, অন্যথায় আরও কঠোর শাস্তির মুখে পড়তে হবে।
উইটকফের আলোচনার পরও সেই সময়সীমা এখনও বহাল রয়েছে, কিন্তু সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে ট্রাম্প সরাসরি কোনো উত্তর দেননি। তবে তিনি বলেন, ‘এটা পুতিনের ওপর নির্ভর করছে। আমরা দেখব তিনি কী বলেন।’
তিনি আরও বলেন, ‘খুব হতাশ।’