মুক্তা বেগম, গাজীপুর : ‘গণতন্ত্রের জন্য শহিদদের আত্মত্যাগ শুধু স্মরণ করলেই চলবে না, তাদের চেতনা বাস্তব জীবনে বাস্তবায়ন করাই প্রকৃত শ্রদ্ধা।’ এমনটাই বললেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
গত বৃহস্পতিবার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় আয়োজিত জুলাই শহিদদের স্মরণে ‘জুলাই-২৪ গণঅভ্যুত্থান’ উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য এ কথা বলেন।
উপাচার্য বলেন, জুলাই-২৪ গণঅভ্যুত্থান আমাদের গণতন্ত্রের ইতিহাসে এক সাহসী অধ্যায়। এই চেতনা কেবল স্মরণ করার জন্য নয়, বাস্তবায়নের জন্য। বিশ্ববিদ্যালয় সেই কাজই করে যাচ্ছে। আজকের র্যালি, বৃক্ষরোপণ এবং আলোচনা সভা—সবই আমাদের তরুণ প্রজন্মকে গণতান্ত্রিক মূল্যবোধ ও পরিবেশ সচেতনতায় জাগ্রত করার প্রয়াস। আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রেও আমরা এগিয়ে আছি। আলজেরিয়ার সঙ্গে গড়ে উঠুক বন্ধুত্বপূর্ণ ও গবেষণাভিত্তিক সম্পর্ক—এটাই আমাদের প্রত্যাশা। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে এক বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে র্যালিটি প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে মুখর ছিল পুরো প্রাঙ্গণ।
র্যালি শেষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে উপাচার্য ড. মোস্তাফিজুর রহমান ও বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেল ওয়াহাব সাইদানি একটি করে ফলদ বৃক্ষ রোপণ করেন। এই প্রতীকী কর্মসূচির মাধ্যমে পরিবেশ সচেতনতার পাশাপাশি গণচেতনার সবুজ ভবিষ্যতের ইঙ্গিত দেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেল ওয়াহাব সাইদানি। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, ডিপ্লোমেট ওয়ার্ল্ডের নির্বাহী সম্পাদক নাজিনুর রহিম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে প্রদর্শিত হয় জুলাই গণঅভ্যুত্থান এবং গাকৃবির সাফল্য ও ঐতিহ্যভিত্তিক দুটি প্রামাণ্যচিত্র। এরপর আইকিউএসি পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী স্বাগত বক্তব্য দেন।