নিজস্ব প্রতিবেদন : শহিদ মীর মুগ্ধ’র নামে মিনারেল ওয়াটার কারখানা স্থাপন ও তা থেকে উৎপাদিত পানি বিনামূল্যে বিতরণের ঘোষণা দিয়েছে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এডাস্ট)। জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) চেয়ারম্যান শামসুল আলম লিটন।
শুক্রবার ঢাকার দিয়াবাড়িতে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘জুলাই স্মৃতিতে অমলিন আমরা’ শীর্ষক এই স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন শহীদ মুগ্ধ’র বাবা মীর মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে মানুষ স্বাধীনতার স্বাদ পেয়েছিল, যা ১৯৭৫ সালে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে হারিয়ে যায়।’
তিনি দাবি করেন, ‘শেখ মুজিবুর রহমান বাকশালের মাধ্যমে গণতন্ত্র ধ্বংস করেছিলেন, তাই তিনি জাতির পিতা হতে পারেন না। তার কন্যাও হয়ে উঠেছিলেন স্বৈরতন্ত্রের দানবকন্যা।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডাস্ট উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বক্তারা জুলাই শহিদদের স্মরণে মানবিক ও রাজনৈতিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।
এডাস্ট চেয়ারম্যান বলেন, ‘জুলাই যোদ্ধারা জীবন দিয়ে ১৮ কোটি মানুষকে স্বৈরতন্ত্রের দাসত্ব থেকে মুক্ত করেছে। এই যোদ্ধাদের খুনিদের বিচার দুটি আইসিটি কোর্টে সম্ভব নয়, দেশের ৬৪ জেলায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করা উচিত।’
গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটসের পক্ষ থেকেও দিল্লির প্রভাবমুক্ত একটি স্বাধীন বাংলাদেশের জন্য সবাইকে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, ‘গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনা প্রমাণ করে, দেশে এখনও ফ্যাসিবাদ বিদ্যমান। সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র রক্ষায় সোচ্চার হতে হবে।’
দিনব্যাপী আয়োজনে ছিল শহিদদের স্মৃতিচারণ, স্থিরচিত্র ও ভিডিও প্রদর্শনী, মোমবাতি প্রজ্জ্বলন ও গ্রাফিতি আঁকা। বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. সিরাজুল হক চৌধুরী, অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলাম, শারমিন আকতার, মাজিদ ইসতিয়াক আহমেদ, মো. জুবায়ের আহমেদ, মাহবুব হাসান আকন্দসহ শিক্ষক-শিক্ষার্থীরা।