Print Date & Time : 27 July 2025 Sunday 8:01 pm

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে টিভি প্রযোজনার কৌশল নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ

শেয়ার বিজ ডেস্ক : শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্যবহারিক কর্মশালা ও সংশ্লিষ্ট বোদ্ধাদের গুরুত্বপূর্ন বিভিন্ন আলোচনা ও সনদ হস্তান্তরের মধ্যদিয়ে গতকাল শনিবার অনুষ্ঠিত হল শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এর গ্রাফিক ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া বিভাগের ৪৫তম আবর্তনের শিক্ষার্থীদের টেলিভিশন প্রোডাকশন এন্ড কমিউনিকেশন শীর্ষক কোর্সের ব্যবহারিক কর্মশালা।

গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তথ্যপ্রযুক্তি, বিশেষ করে এআই এর যুগে তোমরা সময়োপযোগি এই প্রোগ্রাম বা পড়াশুনায় একটু সচেতন হলেই সাফল্য তোমার হাতের নাগালে। কারন যুগোপযোগি বিষয় বেছে নিয়ে ক্যারিয়ারের সঠিক সিদ্ধান্তটি তুমি নিয়েছ। এখন অপেক্ষা শুধু নিয়মিত পড়াশুনা করা। একইসঙ্গে তিনি উন্নত ক্যারিয়ার গড়তে একজন সৎ ও ভাল মানুষ হওয়ার ব্যাপরটিও সর্বাপেক্ষা গুরুত্ব দিতে তাগিদ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব নওয়াজীশ আলী খান, প্রখ্যাত টিভি প্রযোজক ও পরিচালক; খ্যাতিমান নাট্যপরিচালক ও লেখক চয়নিকা চৌধুরী, অভিনেতা ও নির্দেশক রাশেদ মামুন অপু, সাধারণ সম্পাদক, অভিনয় শিল্পী সংঘ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রাফিক ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া বিভাগের উপদেষ্টা ও সহযোগী অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম। তাঁরা সকলেই শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ন বিভিন্ন বক্তব্য তুলে ধরেন। গণমাধ্যম গবেষক, অধ্যাপক ও গণযোগাযোগ পরামর্শক ড. ইসলাম শফিক কর্মশালার মূখ্য প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

গ্রাফিক ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মো. সাইফুল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া এ কর্মশালায় টিভি প্রযোজনার হাতে-কলমে প্রশিক্ষণ কার্যক্রমে শিক্ষার্থীরা প্রযোজনাভিত্তিক কর্মশালায় ইনডোর ও আউটডোর দুই পরিবেশ মিলিয়ে সর্বমোট দুটি টিভি প্রযোজনার শুটিং সম্পন্ন করে। অনুষ্ঠানের ধরন অনুযায়ী সেট, লাইট, শব্দগ্রহণ, মাইক্রোফোন পরিচিতি, মাল্টিক্যামেরায় অনলাইন শুটিং কৌশল, অনলাইন ভিডিও এডিটিং পদ্ধতি, টকব্যাকের ব্যবহার, ক্যামেরা মুভমেন্ট, লাইভ সম্প্রচার, লাইভ অনুরূপ রেকর্ডিং কৌশল প্রভৃতি বিষয় বিশেষভাবে প্রশিক্ষণ প্রদান করা হয়।

শিক্ষার্থীবৃন্দ উক্ত কর্মশালা থেকে লব্ধ জ্ঞান তাদের পেশাগত কর্মক্ষেত্রে নান্দনিকভাবে কাজে লাগাতে সক্ষম হবে বলে পর্যবেক্ষক ও উপস্থিত অতিথিসহ সংশ্লিষ্টদের অভিমত। পরিশেষে কর্মশালা সফলভাবে সম্পন্নকারী শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়।

আরআর/