শেয়ার বিজ ডেস্ক : ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস, প্রাণবন্ত মন, সুশোভিত হোক শিক্ষাঙ্গণ’ এই স্লোগান সামনে রেখে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে শাখা ইসলামী ছাত্রশিবির।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনটির শাখা সভাপতি তারেক মনোয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে শাখা সেক্রেটারি মাসুদ রানা তুহিনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর তারা ক্যাম্পাসের গোলচত্বর, ইউনিভার্সিটি সেন্টার প্রাঙ্গণ, মুক্তমঞ্চ, কেন্দ্রীয় মসজিদ এলাকা এবং বিভিন্ন আবাসিক এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।
এ বিষয়ে শাখা সভাপতি তারেক মনোয়ার বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্তমানে একসঙ্গে ১৭টি উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। ফলে সারাদিন ট্রাক চলাচলের কারণে পরিবেশ দূষণ হচ্ছে। এমনকি ক্যাম্পাসের বিভিন্ন আঙিনায় প্লাস্টিক ও ময়লা-আবর্জনা ফেলে নোংরা করে রাখা হচ্ছে। তাই আমরা দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোগ নিয়েছি, যাতে ক্যাম্পাস কিছুটা হলেও পরিষ্কার রাখা যায়। ক্যাম্পাস আমাদের সবার, তাই পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব।
এস এস/
প্রিন্ট করুন









Discussion about this post