শেয়ার বিজ ডেস্ক : রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি (এসজেআইবিপিএলসি)-এর “অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ. কে. আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস এবং স্বাধীন পরিচালকবৃন্দ নাসির উদ্দিন আহমেদ ও মো. রেয়াজুল করিম। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক রাশেদ সারওয়ার ও এম. এম. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মো. আবুল বাশার। সম্মেলনে ব্যাংকের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. জাফর সাদেক, এফসিএ, ২০২৫ সালের প্রথম ছয় মাসের সার্বিক সাফল্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
ব্যবসায়িক সম্মেলনে ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ, নির্বাহী কর্মকর্তাবৃন্দ এবং ব্যাংকের সকল শাখা ও উপশাখা ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন।
সম্মেলনে বক্তারা চলতি বছরের প্রথম ছয় মাসের ব্যবসায়িক কার্যক্রম ও অর্জন পর্যালোচনা করেন এবং বাকি সময়ের জন্য প্রয়োজনীয় কৌশল ও কর্মপরিকল্পনা গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
আরআর/

Discussion about this post