আরাফাত চৌধুরী, জবি : দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা রক্ষা ও ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে ‘ইউনিভার্সিটি টিচার্স লিংক’ (ইউটিএল) নামে শিক্ষকদের নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দে (টিএসসি) এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্ল্যাটফর্মটির উদ্বোধন করেন চব্বিশের জুলাই বিপ্লবে শাহাদাতবরণকারী শহিদ ওসমানের গর্বিত বাবা মো. আবদুর রহমান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাসকে আহ্বায়ক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইনকে সদস্য সচিব করে সংগঠনটির ৫৩ সদস্য বিশিষ্ট কেন্দি য় আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
৫৩ সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটিতে একজন কোষাধ্যক্ষ, সাতজন যুগ্ম আহ্বায়ক, পাঁচজন যুগ্ম সদস্যসচিব এবং ৩৮ জন সদস্য রয়েছেন। কোষাধ্যক্ষ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে এক লিখিত বক্তব্যে সদস্যসচিব অধ্যাপক মোহাম্মদ বিলাল হোসেন বলেন, ‘২০২৪ সালের জুলাই বিপ্লব বাংলাদেশের জাতীয় চেতনায় এক নতুন জাগরণ সৃষ্টি করেছে। সেই পরিপ্রেক্ষিতে শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখা, একাডেমিক সততা নিশ্চিত করা, নিরাপদ ক্যাম্পাস, গবেষণার উৎকর্ষ এবং জাতীয় উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে ইউটিএল গঠিত হয়েছে। ১৯৪৭-এর আজাদি, ১৯৭১ সালের স্বাধীনতা এবং ২০২৪-এর জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে ইউটিএল এক সুনির্দিষ্ট ভিশন নিয়ে আত্মপ্রকাশ করেছে।
তিনি বলেন, ‘ইউটিএলের লক্ষ্য একটি মর্যাদাপূর্ণ, স্বাধীন ও নৈতিকতাসম্পন্ন একাডেমিয়া গড়ে তোলা। এর মিশনের মধ্যে রয়েছে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা, শিক্ষক-শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা, নীতিনির্ধারণে অংশগ্রহণ এবং জ্ঞানচর্চার পরিবেশ তৈরি করা।
অনুষ্ঠানে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, সিনিয়র অধ্যাপক, অবসরপ্রাপ্ত অধ্যাপক, শিক্ষাবিদ, শিক্ষক, জুলাইয়ের শহিদ ও আহত পরিবারের সদস্য, সাংবাদিক ও সুধীরা উপস্থিত ছিলেন।

Discussion about this post