শেয়ার বিজ ডেস্ক : তরুণ শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন কমিউনিটির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরা আয়োজিত কার্নিভাল ‘গ্লেনফেস্ট স্পিরিটস ইউনাইট’। দিনব্যাপী চলা বর্ণিল এ আয়োজনে অংশগ্রহণকারীরা একত্রিত হয়ে, প্রতিভা, সৃজনশীলতা ও ঐক্যবদ্ধ চেতনার উদযাপন করেন।
(শনিবার) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্লেনরিচ উত্তরা সিনিয়র ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় আয়োজনটি। দিনভর নানা বয়সের মানুষ বিভিন্ন কার্যক্রমে অংশ নেন এবং উপভোগ করেন সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন স্কুলের অধ্যক্ষ ড. অম্লান কে সাহা। তার বক্তব্য পুরো অনুষ্ঠানের প্রাণচাঞ্চল্য বাড়িয়ে তোলে।
তিনি বলেন, “গ্লেনফেস্ট এমন একটি দিন, যার জন্য আমরা সবসময় অপেক্ষায় থাকি। এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা নিজেদের ক্লাসরুমের বাইরের স্বত্তাকে স্বাধীনভাবে প্রকাশ করতে পারেন। শিক্ষার্থীদের নতুন কিছু করার চেষ্টা, নেতৃত্ব দিতে এবং ক্যাম্পাসকে সম্পুর্ণ আলাদাভাবে উপভোগ করতে দেখা সত্যিই অনুপ্রেরণাদায়ক। আজকের এই আনন্দমুখর পরিবেশ তৈরিতে যারা পরিশ্রম করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।”
দিনজুড়ে চলে নানা প্রতিযোগিতা ও বিনোদনমূলক আয়োজন। এর মধ্যে ছিলো চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেখানে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতার পরিচয় দেয়। এরপর একে একে অনুষ্ঠিত হয় গান ও নাচের প্রতিযোগিতা। এ ছাড়া নাগরদোলা, পাঞ্চিং মেশিন ও জঙ্গল জাম্পারের মতো জনপ্রিয় রাইডস দর্শনার্থীদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করে।
গ্লেনফেস্টের অন্যতম আকর্ষণ ছিল তিনটি স্কুল-ভিত্তিক ব্যান্ডের লাইভ পরিবেশনা। গ্লেনরিচের ‘ইগনাইট,’ স্কলাস্টিকার ‘ভূতবাক্স’ এবং ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের ‘ব্লুবোর্ড’ ব্যান্ডের সঙ্গীত পরিবেশনা অংশগ্রহণকারীদের মাতিয়ে রাখে।
উৎসবে দর্শনার্থিদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে ছিল হস্তশিল্প, বই, পোশাক, কনফেকশনারি ও নানা ধরনের খাবারের স্টল। দিনের শেষ ভাগে প্রতিযোগিতার ফল প্রকাশ করা হয় এবং বিজয়ীদের সম্মাননা দেওয়া হয়।
সমবয়সীদের সাথে পরিচিত হওয়ার এবং যোগাযোগ স্থাপন করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তরুণ শিক্ষার্থীরা। বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থী ও শিক্ষার্থীদের পদভারে মুখর হয়ে উঠে এ আয়োজন।
গ্লেনফেস্টের টাইটেল স্পনসর ছিল জুয়ান ইন্টারন্যাশনাল লিমিটেড। গোল্ড স্পনসর হিসেবে যুক্ত ছিল ইউনাইটেড হেলথকেয়ার ও রোজা। সিলভার স্পনসর হিসেবে অবদান রাখে লং বিচ হোটেল কক্সবাজার, জোতুন ও বক্সলাইট। গ্লেনরিচ কমিউনিটি ক্লাবের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ উৎসবে অ্যাপারেল স্পনসর ছিল সিমিন গ্রুপ। অনুষ্ঠানের বিভিন্ন প্রতিযোগিতার প্রথম পুরস্কার দেয়া হয় জোতুনের পক্ষ থেকে।
এস এস/
