Print Date & Time : 13 January 2026 Tuesday 5:00 pm

শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ও ডেনিম শো

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো এবং ডেনিম শো-২০২৬। আগামী ২৮ জানুয়ারি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ মেলার উদ্বোধন হবে, যা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এই প্রদর্শনীতে ২৫০টির বেশি বুথে ১৫টিরও অধিক দেশের প্রায় ২৩০টি কোম্পানি অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন আয়োজকরা।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলা আয়োজনের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এবং দ্য সাব-কাউন্সিল অব টেক্সটাইল ইন্ডাস্ট্রি, চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি টেক্স চায়না) যৌথভাবে এ মেলার আয়োজন করছে।

আয়োজকরা জানান, ২৪ বছরের ধারাবাহিকতায় আগামী ২৮ থেকে ৩১ জানুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত একযোগে অনুষ্ঠিত হবে— ২৫তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৬ – উইন্টার এডিশন এবং ৮ম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০২৬।

তারা আরও জানান, বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। দেশের পোশাক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সুতা, ফেব্রিক, ট্রিমস ও আনুষাঙ্গিক পণ্যের অন্যতম শীর্ষ আন্তর্জাতিক প্রদর্শনী হলো ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো। একইসঙ্গে, বৈশ্বিক ডেনিম ও জিন্স নির্মাতাদের অংশগ্রহণে বাংলাদেশের ডেনিম ও পোশাক শিল্পের সম্ভাবনা ও সক্ষমতা তুলে ধরতেই আয়োজন করা হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো-২০২৬।

এই প্রদর্শনী দুটি সেমস-গ্লোবাল ইউএসএ আয়োজিত বিশ্বব্যাপী বহুল প্রশংসিত টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স-এর অংশ, যা বাংলাদেশ ছাড়াও ব্রাজিল, মরক্কো, থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় নিয়মিত অনুষ্ঠিত হয়। দক্ষিণ এশিয়ার গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের অগ্রগতিতে এই সিরিজ উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে বলে জানান আয়োজকরা।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল ইউএসএ ও এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম। সিসিপিআইটি টেক্স-এর সেক্রেটারি জেনারেল চেন বো চীনের বেইজিং থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। ভিডিও কনফারেন্সে আরও বক্তব্য দেন সেমস-গ্লোবালের সিইও এস. এস. সারওয়ার।

এছাড়া উপস্থিত ছিলেন সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার শরিফুল হক।