শেয়ার বিজ ডেস্ক : তৃতীয় ধাপে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক ইস্যু নিয়ে আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ওয়াশিংটনের স্থানীয় সময় দুপুর দুইটায় আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়।
আজকের আলোচনা চলবে স্থানীয় সময় বিকেল ৫.৩০ মিনিট পর্যন্ত। আগামীকাল স্থানীয় সময় সকাল ৯ টায় আবার আলোচনা শুরু হবে।
বাংলাদেশ প্রতিনিধি দল আজ সকালে ওয়াশিংটনে এসে পৌঁছেছে। বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সঙ্গে আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী। বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা ভার্চুয়ালি অংশ নিচ্ছেন।
যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্বে আছেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। সঙ্গে আছেন বাণিজ্য ও শুল্ক সংশ্লিষ্ট কর্মকর্তারা। শুল্ক নেগোসিয়েশনের পুরো বিষয়টি সমন্বয় করছে বাংলাদেশ দুতাবাস ওয়াশিংটন ডিসি।
আরআর/

Discussion about this post