Print Date & Time : 10 July 2025 Thursday 3:33 pm

শেয়ার কিনবে আইপিডিসির চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইপিডিসি ফিন্যান্স পিএলসির চেয়ারম্যান শেয়ার কেনার ঘোষণা দিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানির চেয়ারম্যান আরিফুল ইসলাম মোট ৫ হাজার শেয়ার কিনবে। তিনি আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে।

আইপিডিসির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৪০ শতাংশ, সরকারের কাছে ২১.৮৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২০.২৩ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে দশমিক ১২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৭.৭৭ শতাংশ শেয়ার আছে।