প্রতিনিধি, শেরপুর : শেরপুরে জুলাই বিপ্লব স্মরণে গতকাল বুধবার ‘জুলাই শহিদ দিবস ২০২৫’ উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা হয়।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান ভুঁইঞা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার প্রমুখ। আলোচনায় অংশ নেন শেরপুর প্রেস ক্লাব সভাপতি কাঁকন রেজা, জেলা বিএনপির সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ, জেলা জামায়াতের আমির মাওলানা মো. হাফিজুর রহমান, বিএনপি নেতা আওয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন, বৈষম্যবিরোধী আন্দোলনের জেলা আহ্বায়ক মামুনুর রহমান, শহী মাহবুবের বোন নিভিয়া খাতুন, আহত জুলাই যোদ্ধা আরিফুল ইসলাম, জাহাঙ্গীর আলম প্রমুখ।

Discussion about this post