প্রতিনিধি, শেরপুর : শেরপুরে পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ হতে বাদ দেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে শেরপুর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের (বিকপ) আয়োজনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা পরিপত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জেলা শহরে কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রায় শতাধিক স্কুলের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।
শেরপুর জেলা কিন্ডার গার্টেন স্কুল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যান্ড প্রিপ্রারেটরি স্কুল ফাউন্ডেশন ও বিকপের সভাপতি আবু ঈসা শহিদুল ইসলামের সভাপতিত্বে ও উইজডম স্কুলের প্রিন্সিপাল ও সম্পাদক সারোয়ার জাহানের সঞ্চালনায়
বক্তব্য রাখেন আইডিয়াল স্কুলের উপাধ্যক্ষ আরিফুল ইসলাম, নবারণ পাবলিক স্কুলের উপাধ্যক্ষ এম এ আজিজ মদিনা, আইডিয়াল প্রিপারেটরি শিক্ষক প্রতিনিধি স্বপন দেব, অনুরণ এক্সক্লুসিভ স্কুল ও আনন্দপাঠ পরিচালক, বিকপের সদস্য সচিব সাদেকুন নাঈম, রোজ বার্ড একাডেমির চেয়ারম্যান আবু রায়হান পাভেলসহ অন্যান্য স্কুলের শিক্ষকরা।

Discussion about this post