শেয়ার বিজ ডেস্ক : কোনো দেশের সঙ্গেই বাংলাদেশের সম্পর্ক খারাপ নয়, সবার সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে সরকার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
একইসঙ্গে তিনি আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধার জায়গাটা বজায় রেখে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখা হচ্ছে। ঢাকা কারও ওপর অতিনির্ভরশীল হতে চায় না। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি গতকাল বৃহস্পতিবার এ কথা জানান।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হওয়ার পরে যে দেশগুলো আমাদের সহায়তা দিতে চেয়েছে, তাদের মধ্যে ভারত একটি। আমরা বার্ন ইউনিটের কাছে তথ্য চেয়েছি। তারা যা বলেছে, সে অনুযায়ী আমরা তাদের জানিয়েছি। এর পরিপ্রেক্ষিতে দুই ডাক্তার ও দুই নার্স এসেছেন। তারা তাদের যতটা চিকিৎসা দেয়া যায়, দেবেন।
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার মিশন নিয়ে তিনি বলেন, এ বিষয়ে এমনিতেই দুই বছর পর রিভিউ হবে। তখন চাইলে এটিকে সরিয়েও দেয়া যাবে। আমার মনে হয় না, এ ধরনের পরিস্থিতি হবে। আমরা আমাদের নিজেদের স্বার্থ দেখেই কাজ করেছি।
আমরা দীর্ঘ সময় নিয়েছি এবং আমাদের স্বার্থ যাতে ক্ষুণœ না হয়, এটি খেয়াল রেখেছি। বিশেষজ্ঞদের প্রতি আমার পূর্ণ সম্মান আছে। সরকার বিশ্বাস করে, এটি বাংলাদেশের মানুষের স্বার্থের বিপক্ষে যাবে না, পক্ষেই যাবে।
ভারতের ভিসা বন্ধ এবং অন্য অনেক দেশেও বন্ধÑএক্ষেত্রে পররাষ্ট্র থেকে কোনো উদ্যোগ নিতে পারে কি না জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, আমাদের ঘর গোছাতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সেলস এজেন্সি। আপনি যা তৈরি করতে পারবেন সেটাই আমি বিক্রি করতে পারব। আপনি যদি মিথ্যা তথ্য দেন, ভুল পাসপোর্ট দেনÑ২০ বছর আগে এটা সমস্যা ছিল না।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যেকোনো মুহূর্তে একটা পাসপোর্ট একজনের পাঁচটা পাসপোর্ট ইস্যু হয়েছেÑএ রকম উদাহরণও আছে। সেগুলো এখন অনেক কঠিন হয়ে গেছে।
উপদেষ্টা বলেন, কাজেই মিথ্যা তথ্য একটা প্রধান সমস্যা আমাদের। এটা এখনও আগের মতো চালানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু এটা সহজে ধরা পড়ে যায়। এ কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমাদের ঘর গোছাতে হবে। এ ধরনের অপরাধমূলক কার্যক্রম যেন না হয়, সেটা দেখতে হবে। তাহলে ধীরে ধীরে আমরা এটা ঠিক করে নিয়ে আসতে পারব।

Discussion about this post