নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকার সবার সহায়তা নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুন্দরভাবে অনুষ্ঠিত করতে সক্ষম হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে গতকাল শনিবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সুষ্ঠু নির্বাচন আয়োজন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘সুষ্ঠুভাবে নির্বাচন করার দায়িত্ব শুধু পুলিশের না, সবচেয়ে বড় দায়িত্ব যারা নির্বাচন করবেন। এরপর নির্বাচন কমিশন, প্রশাসন। সবাই যদি সহযোগিতা করে তাহলে আমরা ভালো নির্বাচন আয়োজন করতে পারব।’
জুলাই আন্দোলনে সারাদেশে লুট হওয়া অস্ত্রসহ সন্ত্রাসীদের ব্যবহƒত অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এখনও সব অস্ত্র উদ্ধার করা হয়নি। আসন্ন নির্বাচনের আগেই আরও অস্ত্র উদ্ধার করা হবে।’
জুলাই আন্দোলন-পরবর্তী হওয়া হত্যা ও হত্যাচেষ্টা মামলার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কয়েকটি মামলার বিচার শুরু হয়ে গেছে। মামলার তদন্ত কার্যক্রম ভালো অবস্থায় রয়েছে। এসব হত্যা মামলায় নিরপরাধ ব্যক্তিকে হয়রানির শিকার হতে দেয়া যাবে না, নিরপরাধ ব্যক্তিকে হয়রানির শিকার থেকে রক্ষায় আমাদের সজাগ দৃষ্টি রাখতে হচ্ছে। কিছু স্বার্থন্বেষী মহল নিজেদের স্বার্থে নিরীহ ব্যক্তিদের আসামি করেছে। তারা যদি আসল আসল ব্যক্তিদের নাম দিতো তাহলে এত সমস্যা হতো না।’
এর আগে উপদেষ্টা সিদ্ধিরগঞ্জের আদমজীতে র্যাব-১১-এর কার্যালয় পরিদর্শন করেন। এ সময় র্যাবের মহাপরিদর্শক একেএম শহীদুর রহমান, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।