সমাজ বাস্তবতা নিয়ে প্রকৌশলী জিল্লুর রহমানের অসংখ্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। সত্যিকার অর্থেই তিনি একজন সুদক্ষ প্রকৌশলী ও গুণী লেখক। তিনি নির্বাহী প্রকৌশলী হিসেবে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর, ঠাকুরগাঁওয়ে কর্মরত আছেন। তার লেখা ১৮টি উপন্যাস, সাতটি কিশোর উপন্যাস, দুটি গল্পগ্রন্থ, একটি কাব্যগ্রন্থসহ মোট ৩১টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।
তার লেখার মাধ্যমে তিনি সমাজবাস্তবতার বিভিন্ন প্রতিচ্ছবি তুলে ধরেছেন। তার লেখায় তিনি একজন নারী কীভাবে আত্মনির্ভরশীল হতে পারেন, সে কাহিনি তুলে ধরেন। অবহেলার শিকার মানুষের জীবনকাহিনি, বাল্যবিয়ে প্রতিরোধ, মা-বাবার ইচ্ছা অনুযায়ী সন্তানকে ডাক্তার-ইঞ্জিনিয়ার বানানো, জলবায়ু পরিবর্তনের হাত থেকে পৃথিবীকে রক্ষা, মা-বাবার অসচেতনতা, আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতা, অপরাজনীতির শিকার, দাম্পত্য জীবনে কলহ, ভণ্ডদের মুখোশ উšে§াচন, মানসিক নির্যাতনের শিকার নারীর জীবনকাহিনি প্রভৃতি বিষয়ও তার লেখায় উঠে আসে। আসলেই তিনি তার লেখার মাধ্যমে সমাজের বাস্তবতার বিভিন্ন প্রতিচ্ছবি তুলে ধরেছেন।
আল আমিন হক, মেহেদি হাসানসহ কয়েকজন শিক্ষার্থী প্রশংসা করে বলেন, তিনি সত্যিই একজন সুদক্ষ প্রকৌশলী, সত্যিকারের গুণী লেখক ও কথাসাহিত্যিক। তিনি তার লেখার মাধ্যমে সমাজবাস্তবতার বিভিন্ন প্রতিচ্ছবি তুলে ধরেছেন এবং ভণ্ডদের মুখোশ উšে§াচন করেছেন।
তার উল্লেখযোগ্য গ্রন্থÑউপন্যাস: দাগ, দুঃখবিলাস, সিক্রেট ডায়েরি, খুঁজে ফিরি খুঁজে ফিরি তাকে, তবুও আমি তোমার, শেষ অধ্যায়, ঘোর; কিশোর উপন্যাস: মাস্টারমাইন্ড, জলবায়ুকন্যা, সেই ছেলেটি, শেষ বিকালের আলতা দিঘি; ছোটগল্প অবলম্বনে ‘একজন কবি আব্দুর রাজ্জাক’ নামে একটি নাটক জনপ্রিয় টিভি চ্যানেল মাছরাঙ্গা ও ‘ব্যাপারটা ভয়ংকর’ প্রচারিত হয় জনপ্রিয় টিভি চ্যানেলে একুশে টিভিতে। তাছাড়া তার একটি ইউটিউব চ্যানেলও আছে।
প্রতিনিধি, ঠাকুরগাঁও

Discussion about this post