Print Date & Time : 11 September 2025 Thursday 2:12 pm

সমুদ্রে ফেরিতে আগুনে পাঁচজনের মৃত্যু

শেয়ার বিজ ডেস্ক : ‘মাঝ সমুদ্রে দাউ দাউ করে পুড়ছে একটি ফেরি, প্রাণ বাঁচাতে অনেকে ঝাঁপিয়ে পড়ছেন সমুদ্রে।’ গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ইন্দোনেশিয়ার একটি ফেরিতে আগুন লাগার এই ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক। খবর: বিবিসি।

দেশটির কোস্ট গার্ড জানিয়েছে, এখন পর্যন্ত ২৮০ জনকে উদ্ধার করা হয়েছে। ফেরিতে আগুন লাগার পর বহু যাত্রীকে মাঝ সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে দেখা যায়।

দ্বীপ অঞ্চল তালুড থেকে উত্তর সুলায়েসি অঞ্চলের মানাডোগামী কেএম বার্সেলোনা পাঁচ-এ আগুন লাগে। মৃতদের মধ্যে একজন সন্তানসম্ভবা নারীর দেহও উদ্ধার করা হয়েছে।

ন্যাশানাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি সূত্রে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ফেরিতে দাউ দাউ করে আগুন জ্বলার সময় লাইফ জ্যাকেট পরে একাধিক যাত্রী সমুদ্রে ঝাঁপ দেন। এই ঘটনার কয়েক সপ্তাহ আগেই বালির কাছে ফেরি উল্টে ১৯ জনের মৃত্যু ঘটে।