Print Date & Time : 14 September 2025 Sunday 12:23 pm

সাংহাইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ল্যাব বন্ধ করেছে অ্যামাজন

 শেয়ার বিজ ডেস্ক : মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন সাংহাইয়ে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার বন্ধ করে দিয়েছে। তথ্যটি নিশ্চিত করেছে এ বিষয়ে সরাসরি জড়িত একটি সূত্র। সংহাই থেকে এএফপি জানায়, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রযুক্তি আধিপত্যের প্রতিযোগিতার মাঝে এই সিদ্ধান্ত জানা গেল। ল্যাবটি অ্যামাজনের ক্লাউড বিভাগ অ্যামাজন ওয়েব সার্ভিসেসের (এডাব্লিউএস) অধীনে পরিচালিত হতো।

চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া উইচ্যাট পোস্টের একটি স্ক্রিনশটে ল্যাবটির বিজ্ঞানী ওয়াং মিনজিয়ে বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলগত পুনর্বিন্যাসের কারণে ল্যাবটি বন্ধ করা হয়েছে।

গত সপ্তাহে এডাব্লিউএস তাদের কার্যক্রমে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। এতে কয়েকশ কর্মী ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে গণমাধ্যমের প্রতিবেদনে। তবে এএফপি যোগাযোগ করলে অ্যামাজন সাংহাই ল্যাব বন্ধের বিষয়ে নিশ্চিত করেনি।

প্রতিষ্ঠানটির মুখপাত্র ব্র্যাড গ্লাসার বলেন, ‘আমরা এডাব্লিউএসের নির্দিষ্ট কিছু টিম থেকে কিছু পদ বাতিলের কঠিন ব্যবসায়িক সিদ্ধান্ত নিয়েছি। এ ধরনের সিদ্ধান্ত আমাদের গ্রাহকদের জন্য উদ্ভাবন নিশ্চিত করতে এবং বিনিয়োগ, নিয়োগ ও সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে খুবই প্রয়োজনীয়।

গত বুধবার এএফপি যে ওয়েবপেজে ল্যাবটির তথ্য দেখতে পায়, শুক্রবার সেটিতে আর প্রবেশ করা যায়নি। সংরক্ষিত আর্কাইভের তথ্য অনুযায়ী, গবেষকদের সক্রিয় সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যেই ২০১৮ সালের শরতে ল্যাবটির কার্যক্রম শুরু হয়েছিল।