ফারুক রহমান, সাতক্ষীরা : সাতক্ষীরায় ভেজাল সার তৈরি ও বিক্রির অভিযোগে গোডাউনে অভিযান চালিয়ে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শহরের সুলতানপুর বড়বাজারে ভেজাল সার তৈরি ও নিম্নমানের দস্তা, বোরন, টিএসপি সার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জব্দ করা বিপুল পরিমাণ ভেজাল সার ও কীটনাশক। রোববার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো, বদরুদ্দোজার নেতৃত্বে সুলতানপুর বড়বাজারের সার, বালাইনাশক ও বীজের দোকানগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ভেজাল সার ও কীটনাশক বিক্রির অভিযোগ বেড়েছে। এতে কৃষকরা ফসলের ক্ষতির মুখে পড়ছেন এবং উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে। সুলতানপুর বড়বাজারে পরিচালিত এই অভিযান কৃষকদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর বড়বাজারের দুটি ভেজাল সার তৈরির কারখানায় অভিযান চালানো হয়। এসময় মেসার্স রবি এন্টার প্রাইজ ও মেসার্স ইসলাম এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল সার ও কীটনাশক জব্দ করা হয়।
এ সময় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১৭ (৩) ধারা ও ৮ (২) ধারা লঙ্ঘনের দায়ে মেসার্স রবি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রবিউল ইসলামকে একলাখ ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মেসার্স ইসলাম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আশরাফুল ইসলামকে একলাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তাৎক্ষণিকভাবে তারা জরিমানার অর্থ প্রদান করে কারাদণ্ড থেকে রেহাই পান।
তিনি জানান, জব্দকৃত ভেজাল সার ও কীটনাশকগুলো কৃষি অফিসারের জিম্মায় রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা শেষে বিনষ্ট করা হবে। ভেজাল সার কৃষকদের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের সচেতন থাকার পাশাপাশি সন্দেহজনক সার ক্রয়ের ক্ষেত্রে প্রশাসনকে জানানোর অনুরোধ জানান তিনি।
অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন এবং সদর থানার পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন








Discussion about this post