Print Date & Time : 16 November 2025 Sunday 9:28 pm

সাদা পাথর লুটের অভিযোগে একজন আটক

শেয়ার বিজ ডেস্ক : সিলেটের জাফলং জিরো পয়েন্টে পাথর লুটপাট মামলার অন্যতম আসামি আনোয়ার হোসেন (৪২) কে গোয়াইনঘাট থানা পুলিশ আটক করেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জাফলং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সাথে থাকা আরও দুই মাদক সেবনকারী ব্যক্তিকেও আটক করা হয়।

পুলিশ জানায়, চলতি বছরের আগস্টে জাফলং জিরো পয়েন্টে ঘটে যাওয়া পাথর লুটকাণ্ডে আনোয়ার সরাসরি জড়িত ছিল এবং দীর্ঘদিন পলাতক ছিল। গোপন আস্তানায় মাদক সেবনের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

গোয়াইনঘাট থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, আনোয়ারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং পাথর লুটের মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

উল্লেখ্য, গত ৭–৯ আগস্ট টানা তিন দিনে জাফলং জিরো পয়েন্ট থেকে প্রায় ৪০–৫০ হাজার ঘনফুট পাথর লুট করা হয়। এ ঘটনায় ১৮ আগস্ট অজ্ঞাতনামা ১০০–১৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।

এস এস/