নিজস্ব প্রতিবেদক : সমাপ্ত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৫৭টি বা ৬৫ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এর মধ্যে গত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির।
সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩১.২৫ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৩৩ টাকা ৬০ পয়সা ; যা গত সপ্তাহে ৪৪ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ডের শেয়ার দর ২০.৭২ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ১১ টাকা ১০ পয়সা ছিল ; যা গত সপ্তাহে ১৩ টাকা ৪০ পয়সা দাঁড়িয়েছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা রূপালী ব্যাংকের ২০ শতাংশ শেয়ার দর বেড়েছে।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ক্যাপিটালের ১৯.০৫ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ১৫.৩২ শতাংশ, মেঘনা পেটের ১৪.৯৩ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ১৪.৪২ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ১২.৮৭ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্সের ১২.৫০ শতাংশ ও ইন্দো-বাংলা ফার্মার ১২.১০ শতাংশ দর বেড়েছে।