Print Date & Time : 17 August 2025 Sunday 4:10 am

সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে স্ট্যান্ডার্ড সিরামিক

শেয়ার বিজ ডেস্ক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১০ থেকে ১৪ আগস্ট) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে সিরামিক খাতে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

আজ শনিবার (১৬ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৩৬ দশমিক ৩১ শতাংশ। এর আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ৭১ দশমিক ৬০ টাকা। বিদায়ী সপ্তাহ শেষে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৬০ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো সুকুকের ২০ দশমিক ৪১ শতাংশ, ডোমিনেজ স্টিলের ১৯ দশমিক ৩৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১৮ দশমিক ৫৩ শতাংশ, সমতা লেদারের ১৬ দশমিক ৯৩ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ১৬ দশমিক ৮২ শতাংশ, ইয়াকিন পলিমারের ১৪ দশমিক ৩০ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ১৬ দশমিক ২৬ শতাংশ, জিকিউ বলপেনের ১৬ দশমিক ১৪ শতাংশ এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৫ দশমিক ২৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।

আরআর/