Print Date & Time : 12 July 2025 Saturday 10:00 pm

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ব্রাক ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ব্রাক ব্যাংক পিএলসি।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৮ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৪৯ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৫ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৪৯ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে বীচ হ্যাচারি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.২১ শতাংশ।

এছাড়া, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সী পার্ল বীচের ১২ কোটি ৬২ লাখ, লাভেলো আইসক্রিমের ১২ কোটি ১০ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৯ কোটি ১৩ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১০ কোটি ৬১ লাখ, অগ্নি সিস্টেমসের ৯ কোটি ৩৫ লাখ, সিটি ব্যাংকের ৯ কোটি ১৩ লাখ ও ওরিয়ন ইনফিউশনের ৯ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।