Print Date & Time : 18 August 2025 Monday 9:25 pm

সাফকো স্পিনিংয়ের কারখানা বন্ধের মেয়াদ বাড়ল তৃতীয় দফা

শেয়ার বিজ ডেস্ক : পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানিটির কারখানা তৃতীয় দফায় বন্ধের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

আজ সোমবার (১৮ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি সাফকো স্পিনিংয়ের কারখানা পরিদর্শনে গিয়ে বন্ধ পায় ডিএসইর তদন্ত দল, যা ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এরপর ১২ ফেব্রুয়ারি সাফকো স্পিনিং কর্তৃপক্ষ জানায়, তারা কোম্পানির লোকসান কমানোর জন্য গত ১ ফেব্রুয়ারি উৎপাদন বন্ধ করে দিয়েছে, যা দুই মাস বা মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এরপরে পরিস্থিতির উন্নতি হলে, পুনরায় উৎপাদন শুরু করা হবে।

তবে ওই মেয়াদ শেষ হলেও উৎপাদন শুরু হয়নি সাফকো স্পিনিংয়ের। প্রথম দফায় দুই মাস বা মে মাস পর্যন্ত সময় বাড়িয়ে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তারপরেও উৎপাদন শুরু করতে পারেনি সাফকো স্পিনিং কর্তৃপক্ষ। পরবর্তীওেত দ্বিতীয় দফায় আড়াই মাস বাড়িয়ে বা ১৬ আগস্ট পর্যন্ত উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এরপরেও উৎপাদনে ফিরতে পারেনি সাফকো স্পিনিং।

এবার তৃতীয় দফায় দুই সপ্তাহ বাড়িয়ে আগামী ৩১ আগস্ট উৎপাদনে ফেরার ঘোষণা দিয়েছে।

সাফকো স্পিনিং মিলসের ২০২৪-২৫ অর্থবছরের ৬ মাসের (জুলাই-ডিসেম্বর ২০২৪) ব্যবসায় ১১৬ শতাংশ পতন হয়েছে।

কোম্পানিটির ২০২৪-২৫ অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ দশমিক ০৯ টাকা, যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল মুনাফা ২ দশমিক ৯৯ টাকা।

আরআর/