শেয়ার বিজ ডেস্ক : নওগাঁ-৩ আসনের সাবেক এমপি ছলিম উদ্দিন তরফদার ও তার স্ত্রী শামীমা আক্তার শিরিনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বুধবার (১৬ জুলাই) ঢাকায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলা দায়েরের তথ্য দিয়েছেন সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া মামলা করেন।
২০১৪ সালে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন ছলিম উদ্দিন তরফদার।
তার বিরুদ্ধে মামলার এজাহারে বলা হয়, পাবলিক সার্ভেন্ট হিসেবে কর্মরত থেকে ৫ কোটি ৯৩ লাখ ৬ হাজার টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।
আরেক মামলায় শামীমা আক্তার শিরিনের নামে ১ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার টাকার বেশি পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখলের অভিযোগ আনা হয়েছে। এ সম্পদ তার স্বামী ছলিম উদ্দিন তরফদার সরকারি দায়িত্ব পালনকালে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জন করে স্ত্রীর নামে করেছেন বলে মামলায় বলা হয়। এ জন্য শিরিনের পাশাপাশি মামলায় ছলিম উদ্দিনকেও আসামি করা হয়েছে।
এছাড়াও ছলিম উদ্দিনের ছেলে সাকলাইন মাহমুদের নামে অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে জানিয়ে দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, সাকলাইন মাহমুদের নামে ইটের ভাটাসহ আরও বিভিন্ন স্থাপনা থাকার তথ্য প্রমাণ পাওয়া গেছে। তার নামে-বেনামে আরও সম্পদ থাকার সম্ভাবনা রয়েছে। এজন্য তার সম্পদ বিবরণী দাখিল করতে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দুদক।
এদিকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক আলোচিত কর্মকর্তা হারুন অর রশীদের সহযোগী হিসেবে পরিচিত জাহাঙ্গীর হোসেনের নামে ৮ কোটি ৫৫ লাখ ৫২ হাজার টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখলের অভিযোগে একটি মামলা করেছে দুদক। বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ কমিশনের উপসহকারী পরিচালক ফারুক হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
আরআর/

Discussion about this post