শেয়ার বিজ ডেস্ক : জুলাই-আগস্ট আন্দোলনে দিনমজুর সজল মোল্লা (৩০) হত্যা মামলায় মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. ফয়সাল বিপ্লবের ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার (১১ জুলাই) সকালে তাকে মুন্সীগঞ্জ আমলী আদালত-১ এ হাজির করে আট দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
শুনানি শেষে বিচারক নুসরাত শারমিন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. হালিম হোসেন।
এর আগে, ২২ জুন রাত ১০টার দিকে ঢাকার মণিপুরীপাড়ার একটি আবাসিক ভবন থেকে ফয়সাল বিপ্লবকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে ১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শ্রমিক সজল হত্যা মামলায় তাকে মুন্সীগঞ্জ আমলি আদালত-১ এ হাজির করা হলে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালত তখন সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর ৪ জুলাই তাকে মুন্সীগঞ্জ সদর থানা হেফাজতে রিমান্ডে নেওয়া হয়।
২০২৪ সালের ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরের থানারপুল থেকে কৃষি ব্যাংক মোড় পর্যন্ত এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে শ্রমিক রিয়াজুল ফরাজী, নুর মোহাম্মদ ডিপজল ও সজল মোল্লা নিহত হন। এ ঘটনায় বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে সজল মোল্লা হত্যা মামলায় সাবেক এমপি ফয়সাল বিপ্লবকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।