Print Date & Time : 4 July 2025 Friday 7:14 pm

সাবেক মেয়র আইভীর পরবর্তী শুনানির দিন ৭ জুলাই

শেয়ার বিজ ডেস্ক : বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিতে নিহত রিকশাচালক তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত উভয় পক্ষের শুনানি শেষে ৭ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

আজ সোমবার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঈনুদ্দিন কাদেরের আদালত এই আদেশ দেন। এসময় আইভীকে কাশিমপুর কারাগার থেকে ভার্চ্যুয়ালি যুক্ত করা হয়।

শুনানির সময় ডা. সেলিনা হায়াত আইভীর আইনজীবীরা আদালতে জানান, গত ২৩ মে উচ্চ আদালতে (হাইকোর্ট) জামিনের জন্য আবেদন করা হয়েছে। এসময় বিচারক জানান উচ্চ আদালতে জামিন আবেদন বিবেচনায় থাকায় বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রিামান্ড মঞ্জুর করা যাবে না।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ২০ জুলাই ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রিকশা চালক তুহিন (৩৬)। এ ঘটনায় নিহতের স্ত্রী আলেয়া আক্তার মীম বাদী হয়ে গত বছর ১৩ সেপ্টেম্বর ৯৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নাসিকের সাবেক মেয়র আইভী ১১ নম্বর আসামি।

সেলিনা হায়াত আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, ‘রিকশাচালক তুহিন হত্যা মামলায় আইভী ১১ নম্বর আসামি। মামলার এজহারে হত্যাকাণ্ডের সাথে তার কোনো সম্পৃক্ততার কথা উল্লেখ নাই। আমরা তাঁর জামিনের জন্য উচ্চ আদালতে আবেদন করেছি। সেটি বিবেচনায় বিচারক রিমান্ড শুনানি আগামী ৭ জুলাই ধার্য করেছেন।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক নয়ন বলেন, ‘আওয়ামী লীগ নেতা শামীম ওসমান ও আইভীর নির্দেশে ছাত্রলীগ–যুবলীগ গুলি করে তুহিনকে হত্যা করেছে।’