শেয়ার বিজ ডেস্ক: ক্রমবর্ধমান অভ্যন্তরীণ ও আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরান আন্তর্জাতিক বেসামরিক আগমন ও প্রস্থান ব্যতীত প্রায় সব ধরনের ফ্লাইটের জন্য সাময়িকভাবে তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে জারি করা একটি সরকারি বিমান চলাচল বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর আনাদোলুর।
নোটিশ অনুযায়ী, ১৫ জানুয়ারি পর্যন্ত তেহরানের আকাশসীমা বন্ধ থাকবে। শুধুমাত্র আন্তর্জাতিক বেসামরিক ফ্লাইট অনুমোদনের আওতায় চলাচল করতে পারবে, অন্য সব ধরনের বিমান স্থগিত থাকবে। এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারবিরোধী বিক্ষোভ, আন্তর্জাতিক তদন্ত বৃদ্ধির চাপ এবং ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগের কারণে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
মানবাধিকার সংস্থা জানাচ্ছে, ডিসেম্বরের শেষ থেকে শুরু হওয়া বিক্ষোভে হাজার হাজার মানুষ নিহত বা আহত হয়েছেন।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ করা হচ্ছে। তবে যদি ফাঁসির ঘটনা ঘটে, যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
জি-৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীরাও ইরানি কর্তৃপক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়ে মানবাধিকার সম্মানের প্রতি জোর দিয়েছেন। অন্যদিকে ইরানি কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে বিক্ষোভ সংশ্লিষ্ট অস্থিরতা ও সন্ত্রাসবাদ সমর্থনের অভিযোগ তুলেছেন, যা পশ্চিমা দেশগুলো অস্বীকার করেছে।
প্রিন্ট করুন






Discussion about this post