শেয়ার বিজ ডেস্ক : আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবং ব্র্যাক ইউনিভার্সিটি’র স্কুল অব আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন-এর যৌথ উদ্যোগে চালু হয়েছে “সাশ্রয়ী ও টেকসই আবাসন” প্রকল্প। দেশের নিম্ন ও মধ্যআয়ের মানুষের জন্য সাশ্রয়ী, টেকসই ও নিরাপদ আবাসনের চাহিদা মেটানোই এ উদ্যোগের প্রধান লক্ষ্য।
সিএসআর-ভিত্তিক এই প্রকল্পে, ব্র্যাক ইউনিভার্সিটি’র স্কুল অব আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন স্থানীয় জীবনযাত্রা, ও পরিবেশগত পরিস্থিতি বিবেচনায় রেখে নতুন ধরনের আবাসন নকশা/ হাউজিং ডিজাইন তৈরি করবে, যেখানে কম খরচে দীর্ঘস্থায়ী আবাসনকে প্রাধান্য দেওয়া হবে।
আর্থিক চাহিদা পূরণে, আইপিডিসি ফাইন্যান্সের “ভালোবাসা হোম লোন” প্রোগ্রাম এই প্রকল্পের আওতাধীন সুবিধাভোগী পরিবারগুলোকে সহজ শর্তে ঋণ ও সহযোগিতা প্রদান করবে। এর ফলে নতুন নকশা/ ডিজাইনগুলো দৃষ্টিনন্দন আবাসনে রূপ নিবে।
এই অংশীদারিত্ব আইপিডিসি’র বৃহত্তর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা ও টেকসই উন্নয়নের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি শিক্ষা ও আর্থিক সেবার সমন্বয়ে এমন সমাধান তৈরি করবে, যা সামাজিকভাবে অন্তর্ভুক্তি এবং দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। এই প্রকল্প সফল হলে দেশের অন্যান্য স্থানেই এমন মডেল চালু করার পরিকল্পনা রয়েছে।
প্রকল্প উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটি’র স্কুল অব আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন-এর ডিন প্রফেসর ফুয়াদ হাসান মল্লিক; চেয়ারপার্সন অধ্যাপক জয়নব ফারুকী আলী; আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র হেড অব লিগ্যাল ও কোম্পানি সেক্রেটারি সামিউল হাশিম; হেড অব রিটেইল বিজনেস ও হেড অব ব্র্যান্ড অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন মোহাম্মদ মনিরুল ইসলাম সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আইপিডিসি’র ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস বলেন, “টেকসই উন্নয়ন আমাদের সিএসআর ফিলোসফি’র/ দর্শনের মূল ভিত্তি। নিরাপদ ও টেকসই আবাসন বিশেষ কোন সুবিধা নয়, বরং এটি সবার মৌলিক অধিকার। ব্র্যাক ইউনিভার্সিটি’র সাথে এই যৌথ উদ্যোগের মাধ্যমে আমরা একাডেমিক উদ্ভাবন ও আর্থিক সমাধানের সমন্বয়ে দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নত করতে চেষ্টা করছি।”
ব্র্যাক ইউনিভার্সিটি’র স্কুল অব আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন-এর ডিন প্রফেসর ফুয়াদ হাসান মল্লিক বলেন, “এই যৌথ উদ্যোগের মূল লক্ষ্য, অর্থনৈতিক অবস্থা ও পরিবেশগত দায়বদ্ধতা উভয় বিবেচনা করে এমন আবাসন নকশা তৈরি করা, যা হবে টেকসই এবং নিম্ন ও মধ্যমআয়ের পরিবারগুলোর জন্য বাস্তবসম্মত। আমরা এমন এক সাশ্রয়ী আবাসন মডেল নির্মাণ করতে চাই, যা ভবিষ্যতে দেশব্যাপি আবাসন প্রকল্পগুলোর জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।”
এমন উদ্যোগ আইপিডিসি’র দীর্ঘমেয়াদি সিএসআর ও ইএসজি লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে দায়িত্বশীল অর্থায়ন, টেকসই উন্নয়ন এবং কমিউনিটি সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সামাজিক প্রভাব সৃষ্টিতে তাদের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করে।
এস এস/
