নিজস্ব প্রতিবেদক: সিটিজেনস ব্যাংক পিএলসি এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত তিতাস ভবনে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সিটিজেনস ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন এবং তিতাস গ্যাস টিএন্ডডি পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ উপস্থিত ছিলেন। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সিটিজেনস ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল লতিফ এবং তিতাস গ্যাসের কোম্পানি সচিব মোঃ লুৎফুল হায়দার মাসুম।
এ সময় সিটিজেনস ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক মোঃ মহিউদ্দীন মোল্লা, উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় সিটিজেনস ব্যাংক পিএলসি তিতাস গ্যাসের গ্রাহকদের কাছ থেকে আবাসিক (মিটারযুক্ত ও মিটারবিহীন), শিল্প ও বাণিজ্যিক সংযোগ, সিএনজি ও ক্যাপটিভ পাওয়ার, বিদ্যুৎ কেন্দ্র ক্যাটাগরির গ্যাস বিল এবং ডিমান্ড নোট সংগ্রহ করবে। এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকসেবার মান উন্নত হবে এবং বিল পরিশোধ প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
প্রিন্ট করুন







Discussion about this post