নিজস্ব প্রতিবেদক: ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস যৌথভাবে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস (সিডিআইপি) কর্তৃক ইস্যুকৃত প্রথম জিরো-কুপন বন্ড সফলভাবে সম্পন্ন করেছে। ১৭১ কোটি টাকা মূল্যমানের এই বন্ড ইস্যু বাংলাদেশের ডেট মার্কেটে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকায় এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সিডিআইপি’র অর্থায়নের উৎস বৈচিত্র্যকরণ এবং প্রচলিত অর্থায়ন ব্যবস্থার ওপর নির্ভরতা কমানোর কৌশলগত উদ্যোগের অংশ হিসেবে এই বন্ড ইস্যু করা হয়। পুঁজিবাজারে প্রবেশের মাধ্যমে সিডিআইপি তাদের তহবিল সংগ্রহের খরচ (কস্ট অব ফান্ড) অপ্টিমাইজ এবং আর্থিক নমনীয়তা বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানো হয়। এর মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ ও দারিদ্র্য বিমোচনে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
বন্ডটির সফল সাবস্ক্রিপশন সুগঠিত নন-ব্যাংক ফাইন্যান্সিয়াল ইন্সট্রুমেন্টের প্রতি বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আগ্রহ এবং প্রতিষ্ঠিত মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানগুলোর ওপর বাজারের আস্থার প্রতিফলন। একই সঙ্গে এটি বাংলাদেশের বন্ড মার্কেটে একটি বৈচিত্র্যময় ও টেকসই উদ্যোগ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘সিডিআইপি’র প্রথম বন্ড ইস্যুতে সহায়তা করতে পেরে আমরা আনন্দিত। উদ্ভাবনী স্ট্রাকচার্ড ফাইন্যান্স সল্যুশনের মাধ্যমে টেকসই অর্থায়ন নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য উদ্যোগ। প্রতিষ্ঠানগুলোর ক্যাপিটাল বেজ শক্তিশালী করতে ব্র্যাক ব্যাংক সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।’
সিডিআইপি’র নির্বাহী পরিচালক মিফতা নাইম হুদা বলেন, ‘প্রথম জিরো-কুপন বন্ড ইস্যু সিডিআইপি’র জন্য একটি রূপান্তরমূলক পদক্ষেপ। ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস নতুন বিনিয়োগকারীদের কাছে আমাদের পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’
সিডিআইপি একটি বাংলাদেশভিত্তিক অলাভজনক সংস্থা, যা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে উদ্ভাবনী উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করে। মাইক্রোক্রেডিট কার্যক্রম শুরুর পর থেকে প্রতিষ্ঠানটি সারা দেশে ৩ লাখ ৩০ হাজারেরও বেশি সদস্য এবং তাঁদের পরিবারের কাছে সহায়তা পৌঁছে দিয়েছে।
অন্যদিকে, ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ইনভেস্টমেন্ট ব্যাংক হিসেবে ইস্যু ম্যানেজমেন্ট, কর্পোরেট অ্যাডভাইজরি ও পোর্টফোলিও ম্যানেজমেন্ট সেবা প্রদান করে আসছে।
উল্লেখ্য, জিরো-কুপন বন্ড একটি ফিক্সড ইনকামভিত্তিক আর্থিক ইনস্ট্রুমেন্ট, যা ডিসকাউন্ট রেটে ইস্যু করা হয়। এতে কোনো নিয়মিত সুদ প্রদান করা হয় না এবং মেয়াদ শেষে বিনিয়োগকারীরা সম্পূর্ণ ফেস ভ্যালু ফেরত পান।
সিডিআইপি’র এই প্রথম জিরো-কুপন বন্ডের সফল ইস্যু ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টসের যৌথ সক্ষমতা ও উদ্ভাবনী আর্থিক সমাধানের প্রতিফলন। এর মাধ্যমে বাংলাদেশের ক্রমবর্ধমান ডেট মার্কেটে নিরাপদ ও কর-সাশ্রয়ী বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
