শেখ শাফায়াত হোসেন : দেশের সিরামিক শিল্পকে বিশ্ববাজারে তুলে ধরতে রাজধানীতে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী। রাজধানীর কুড়িলসংলগ্ন আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বসে এই প্রদর্শনীর চতুর্থ আসর। এই মেলার পোশাকী নাম ছিল ‘সিরামিক এক্সপো বাংলাদেশ, ২০২৫’।
মেলায় বাংলাদেশসহ ২৫টি দেশ থেকে ১৩৫টি প্রতিষ্ঠান ৩০০টি ব্র্যান্ডের পণ্য প্রদর্শন করে। এর মধ্যে দেশের টেরাকোটা শিল্পের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে ঠাঁই পায় আর্টস্টেপ। সিরামিক এক্সপোয় টেরাকোটা, প্রাচীন রেপলিকা, আর্কিওলজিকাল ব্রিক, কাস্টোমাইজড টেরাকোটা প্রদর্শন করে আর্টস্টেপ।
আর্টস্টেপের স্বত্বাধিকারী শাহীন মাহমুদ রেজা শেয়ার বিজকে বলেন, সিরামিক শিল্পের আদিরূপ টেরাকোটা। এই টেরাকোটার প্রতি এখনও মানুষের আগ্রহ রয়েছে। এখনও সিরামিকের স্যানিটারিওয়ার এবং বাথরুম ফিটিংসের সঙ্গে মানানসই টেরাকোটা দিয়ে ইন্টেরিওর ডিজাইনের জন্য টেরাকোটার কদর দিন দিন বাড়ছে।
গতকাল রোববার এই মেলার পরদা নামে। মেলা প্রাঙ্গণে বসে কথাগুলো বলছিলেন শাহীন মাহমুদ রেজা।
গত ২৭ নভেম্বর মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এই মেলায় খাতসংশ্লিষ্ট ৫০০ আন্তর্জাতিক প্রতিনিধি ও ক্রেতা অংশগ্রহণ করেন। তাদের অনেকেই আর্টস্টেপের টেরাকোটা দেখে মুগ্ধ হন বলে জানান প্রতিষ্ঠানটির কর্ণধার।
রেজা বলেন, বিদেশি দর্শনার্থীরা অনেকেই আমাদের টেরাকোটার কাজ দেখে বিস্ময় প্রকাশ করেন। আমাদের দৃষ্টিনন্দন স্টলের সামনে দাঁড়িয়ে অনেক সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন। শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অনেকেই আমাদের স্টল পরিদর্শন করেছেন। টেরাকোটার কাজ দেখে তারা মুগ্ধ হয়েছেন। এটা আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণার।
এই উদ্যোক্তা বলেন, আমরা টেরাকোটা নিয়ে বেঁচে থাকার গল্প বলি, টেরাকোটা বাঁচানোর গল্প বলি। এই কর্মযজ্ঞে আমরা দেশের মানুষকে পাশে পেতে চাই। সেই উদ্দেশ্য নিয়ে আমরা এই মেলায় অংশ নিয়েছি। অনেক ভালো সাড়াও পেয়েছি।
এই মেলার আয়োজন করে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ)। এটা দেশের চতুর্থ ও এশিয়ার সর্ববৃহৎ আন্তর্জাতিক প্রদর্শনী। সিরামিক খাতের প্রতিষ্ঠান, যেমন প্রস্তুতকারক, রপ্তানিকারক এবং সরবরাহকারীরা এ এক্সপোয় তাদের নতুন পণ্য, আধুনিক প্রযুক্তি এবং নিজেদের দক্ষতা তুলে ধরতে চেষ্টা করেন।
মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো মধ্যে শেলটেক সিরামিকস্, ডিবিএল সিরামিকস্, আকিজ সিরামিকস্, মেঘনা সিরামিক, মীর সিরামিক, আবুল খায়ের সিরামিক, এইচএলটি ডিএলটি, সাকমি ও ব্রিজ কেমি লিমিটেড উল্লেখযোগ্য।
প্রিন্ট করুন










Discussion about this post