দেশের মানুষের হাতে উন্নত মানের পণ্য পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে আকিজ সিরামিকস। এ যাত্রায় সরকারি বেসরকারি পৃষ্ঠাপোষকতা দরকার প্রতিষ্ঠানটির। এতে তাদের পথচলা আরও সহজ হবে বলে জানান আকিজ সিরামিকস-এর হেড অব বিজনেস আশরাফুল হক। সাক্ষাৎকার নিয়েছেন শেয়ার বিজের স্টাফ রিপোর্টার রোদেলা রহমান
শেয়ার বিজ: দেশের অর্থনীতিতে আকিজ সিরামিকসের অবদান- বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা সাশ্রয় কীভাবে দেখছেন?
আশরাফুল হক: আকিজ সিরামিকস একটি প্রতিষ্ঠানই নয়- এটি দেশের মানুষের সঙ্গে আমাদের যৌথ অগ্রযাত্রা। আমরা বিশ্বাস করি, শিল্প শুধু পণ্য তৈরি করে না; কর্মসংস্থান, দক্ষতা এবং জাতীয় অর্থনীতির শক্ত ভিত্তি গড়ে ওঠে শিল্পকে কেন্দ্র করে। বর্তমানে আমরা সরাসরি ও পরোক্ষভাবে ৫ হাজারেরও বেশি মানুষের জীবন-জীবিকার অংশীদার। পাশাপাশি উন্নত প্রযুক্তির মাধ্যমে দেশেই বিশ্বমানের টাইলস উৎপাদন করায় উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। আমরা সবসময়ই বিশ্বাস করি- আমাদের অগ্রগতি মানেই দেশের অগ্রগতি।
শেয়ার বিজ: আপনারা উদ্ভাবন ও মানের বিষয়ে সবসময়ই এগিয়ে থাকার কথা বলেন। টাইলস ডিজাইন ও গুণগত মানে আলাদা থাকতে কোন বিষয়গুলোকে প্রাধান্য দেন?
আশরাফুল হক: মানকে আমরা কখনই ‘অপশন’ হিসেবে দেখি না- এটি আমাদের প্রতিষ্ঠানের ‘ডিএনএ’। উৎপাদনের প্রতিটি ধাপে আমাদের ফোকাস থাকে তিনটি বিষয়ের ওপর।
সঠিক প্রযুক্তি ব্যবহার, দক্ষ মানুষের যোগ্যতা বৃদ্ধি, ডিজাইনে ট্রেন্ডের থেকে এক ধাপ এগিয়ে থাকা।
আমাদের আরঅ্যান্ডডি টিম সর্বদা বাজার, স্থাপত্য এবং লাইফস্টাইল পরিবর্তনের ওপর স্টাডি করে। ফলে আমরা যে টাইলস বাজারে দিচ্ছি, তা শুধু পণ্য নয়-এটি একটি লাইফস্টাইল অভিজ্ঞতা।
আমরা এমন মান তৈরি করি, যা গ্রাহক বছরের পর বছর ব্যবহার করে সন্তুষ্টি অনুভব করেন এবং এটাই আমাদের সফলতা।
শেয়ার বিজ: দেশব্যাপী আপনাদের প্রায় ৪ হাজার ৯০০ ডিসপ্লে ও সেলস পয়েন্ট আছে। এত বড় নেটওয়ার্ক কীভাবে পরিচালনা করেন?
আশরাফুল হক: আমাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের বড় শক্তি হলো দ্রুত সাপ্লাই, শক্তিশালী লজিস্টিকস এবং প্রশিক্ষিত রিটেইল নেটওয়ার্ক। আমরা প্রযুক্তি-নির্ভর সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ব্যবহার করি, যাতে দেশের যেকোনো প্রান্তে দ্রুততম সময়ে ডেলিভারি নিশ্চিত করা যায়।
গ্রাহক সেন্ট্রিক সলিউশন দিতে আমরা- আধুনিক ডিসপ্লে সেন্টার, পেশাদার ইন্টেরিয়র কনসালটেশন এবং আফটার-সেলস সাপোর্ট অত্যন্ত গুরুত্ব দিয়ে পরিচালনা করছি।
আমাদের লক্ষ্য শুধু টাইলস বিক্রি নয়; বরং গ্রাহকের জীবনযাত্রার মানোন্নয়নে নির্ভরযোগ্য সমাধানদাতা হওয়া।
আমরা যখন বলি ‘গুণগত জীবনযাত্রার উন্নতিকল্পে সমাধানদাতা’, এর অর্থ পণ্য দেয়া নয়Ñ গ্রাহকের প্রয়োজন বুঝে তার সম্পূর্ণ সমাধান দেয়া।
দেশের প্রতিটি রিটেইলারকে আমরা অংশীদার মনে করি এবং তাদের উন্নয়নে আমরা নিয়মিত প্রশিক্ষণ, ডিসপ্লে আপগ্রেড এবং বাজার সহায়তা প্রদান করি। শেয়ার বিজ: রিয়েল এস্টেট ও নির্মাণ শিল্পকে লক্ষ্য করে কি কোনো বিশেষ কৌশল নিয়েছেন?
আশরাফুল হক: এই খাত দেশের উন্নয়নের সরাসরি সূচক, তাই এর চাহিদা ও চ্যালেঞ্জ আমরা খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করি।
বাজারের প্রয়োজনীয়তার ভিত্তিতে আমরা-
* এই শিল্পের বর্তমান চাহিদা পূরণে ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে আমরা উপাদান ক্ষমতা বৃদ্ধি ও প্রযুক্তির উন্নয়নে নিরলস বিনিয়োগ করে আসছি।
* ইন্ডাস্ট্রি প্রজেক্টের জন্য হাই-স্ট্রেংথ টাইলস
* আধুনিক স্থাপত্যের জন্য -বিগ সাইজ সিরিজ (60×120, 80×80)
এবং উচ্চমানের পোলিশ, ম্যাট, সুপার রকা, ডায়মন্ড গ্ল্যাজ, রাস্টিক, ডাবল ডিজিটাল, গ্রিপ টাইলসসহ নানাবিধ সারফেস সল্যুশন তৈরি করেছি।
রিয়েল এস্টেট ডেভেলপারদের জন্য একটি ডেডিকেটেড কনসালটেশন টিম আছে, যারা তাদের প্রকল্প-মত উপযোগী সমাধান দেয়। আমার বিশ্বাস- সঠিক সময়ে সঠিক পণ্য দিতে পারলে শিল্প নিজেই গতিশীল হয়ে ওঠে।
শেয়ার বিজ : স্থায়িত্ব বা সাস্টেনেবিলিটি নিয়ে আপনাদের অবস্থান কী?
আশরাফুল হক: দায়িত্বশীলতা ছাড়া উন্নয়ন টেকসই হয় না। তাই আকিজ সিরামিক্স শুরু থেকেই ‘গ্রীন ম্যানুফ্যাকচারিং’কে প্রাধান্য দিয়েছে।
আমাদের উদ্যোগগুলো
কিলনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জ্বালানি সাশ্রয়, র’মেটারিয়াল ও পানি রিসাইক্লিং সিস্টেম, উৎপাদন লাইনে অপারেশনাল ওয়েস্ট প্রায় শূন্যে নামিয়ে আনা, পরিবেশবান্ধব ধুলা ও বর্জ্য ব্যবস্থাপনা, আগামীদিনে আমরা আরও বড় পরিসরে ‘সোলার এনার্জি’ এবং ‘ইকো-ফ্রেন্ডলি প্রোডাকশন লাইনে’ বিনিয়োগ করছি এবং আমাদের দায়িত্ব শুধু আজকের নয়- ভবিষ্যৎ প্রজন্মের প্রতিও।
শেয়ার বিজ: আগামী পাঁচ বছরের ভিশন কী?
আশরাফুল হক: আমাদের লক্ষ্য খুব পরিষ্কার বাংলাদেশে শ্রেষ্ঠত্ব ধরে রাখা এবং আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থান তৈরি করা।
আগামী পাঁচ বছরে আমরা উৎপাদন ক্ষমতা আরও বাড়াব, অটোমেশন ও স্মার্ট ফ্যাক্টরি টেকনোলজি বাস্তবায়ন করব, নতুন সিরিজ ও ইনোভেশন নিয়ে আসব এবং রপ্তানি বাজারে আরও শক্তভাবে প্রবেশ করব,
চ্যালেঞ্জ অবশ্যই আছে বিশ্ববাজারের অনিশ্চয়তা, কমোডিটি দামের ওঠানামা, প্রযুক্তির দ্রুত পরিবর্তন
কিন্তু আমরা প্রস্তুত, কারণ আমাদের সবচেয়ে বড় শক্তি ‘মানুষ’ আমাদের টিম, আমাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ও আমাদের গ্রাহক।
শেয়ার বিজ: সময় দেয়ার জন্য ধন্যবাদ।
আশরাফুল হক:আপনাকেও ধন্যবাদ।
প্রিন্ট করুন











Discussion about this post