শেয়ার বিজ ডেস্ক : সিলেটের আমান উল্লাহ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হলো “সিলেট নারী উদ্যোক্তা সামিট ও অপরাজিতা অ্যাওয়ার্ড ২০২৫”। অনুষ্ঠানের টাইটেল স্পনসর হিসেবে এনআরবি ব্যাংক পিএলসি অংশ নিয়েছে।
এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্তের ১২ জন অনন্য নারী উদ্যোক্তাকে তাদের অসাধারণ অবদান ও সাফল্যের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে, সিলেট অঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) খাতে ধারাবাহিক অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এনআরবি ব্যাংক অর্জন করে “এক্সেলেন্স অ্যাওয়ার্ড ইন এসএমই ব্যাংকিং”।
অনুষ্ঠানে এনারবি ব্যাংকের পক্ষে প্যনেলিস্ট এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক আলী আকবর ফরাজী, সিলিটের রিজিউনাল হেড প্রশান্ত কুমার সিংহ, হেড অব এসএমই এন্ড এগ্রি এ এম জাহেদ ও এসবিএম মো ফাইজুল কবির চৌধুরী ও অন্যান্য ব্যাংক কর্মকর্তারা । অনান্য গুরুত্বপূর্ন অতিথিদের মাঝে উপ্সথিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী , সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের ইডি খালেদ আহমদ, এডিশনাল ডিরেক্টর মো. নজরুল ইসলাম, সিলেট ইন্সপেক্টিং রেঞ্জ-১ অতিরিক্ত কর কমিশনার, মো. আনোয়ার সাদাত।
এনআরবি ব্যাংক নারীর ক্ষমতায়ন এবং উদ্যোক্তাদের উন্নয়নের যাত্রায় সবসময় পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। এনআরবি ব্যাংক পিএলসি বিশ্বাস করে, নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন ও এসএমই খাতের বিকাশই দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি।

Discussion about this post