নিজস্ব প্রতিবেদক : টানা দরপতনের সঙ্গে লেনদেন খরা দেখা দিয়েছে দেশের পুঁজিবাজারে। তবে সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে আগের কার্যদিবসের তুলনায় গতকাল ডিএসইতে লেনদেন কিছুটা কমেছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর বেড়েছে।
ডিএসইর সূত্রে জানা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯১৫ পয়েন্টে অবস্থান নিয়েছে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ২৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৮৩ পয়েন্টে অবস্থান করছে। লেনদেনেও ভিন্ন চিত্র দেখা গেছে। ডিএসইতে গতকাল লেনদেন আগের কার্যদিবসের তুলনায় কিছুটা কমেছে।
ডিএসইর তথ্যমতে, গতকাল লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানি এবং ফান্ডের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। ডিএসইতে গতকাল মোট ৩৮১টি কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৫০টি ফান্ড ও কোম্পানির দর বেড়েছে। এর বিপরীতে ৮৪টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে ৪৭টি ফান্ড ও কোম্পানির দর অপরিবর্তিত ছিল।
এদিকে বিভিন্ন ক্যাটেগরির মধ্যে ‘এ’ ক্যাটেগরির ২০৯টি কোম্পানি ও ফান্ডের মধ্যে লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৫টি কোম্পানি ও ফান্ডের দর বেড়েছে। এর বিপরীতে ৪৪টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল ৩০টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর। একইভাবে ‘বি’ ক্যাটেগরির ৭৫টি কোম্পানি ও ফান্ডের মধ্যে লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৬টি ফান্ড ও কোম্পানির দর দাম বেড়েছে। এর বিপরীতে ১৭টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল দুটি ফান্ড ও কোম্পানির দর।
‘জেড’ ক্যাটেগরির ৯৪টি কোম্পানি ও ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৪টি ফান্ড ও কোম্পানির দর বেড়েছে। এর বিপরীতে ২৩টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল ১৫টি ফান্ড ও কোম্পানির দর।
তবে মিউচুয়াল ফান্ড খাতে বেশির ভাগ ফান্ডের ইউনিটের দর কমেছে। লেনদেন হওয়া ৩৫টি ফান্ডের মধ্যে একটি ফান্ডের ইউনিট পাঁচটির দর বেড়েছে, বিপরীতে ১৩টি ফান্ডের ইউনিট দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল ১৭টি ফান্ডের ইউনিট দর।
ডিএসইতে গতকাল মোট ১৩ কোটি ১৮ লাখ ৬৮ হাজার ৯৪টি শেয়ার ও ইউনিট এক লাখ ৪৫ হাজার ৭৩৩ বার হাতবদল হয়েছে। এরই জেরে দিনশেষে ডিএসইতে মোট লেনদেন দাঁড়ায় ৩৮৫ কোটি ৯২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৪৫ কোটি ৪২ লাখ টাকা।
টাকার ভিত্তিতে গতকাল ডিএসইতে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানি হলোÑইস্টার্ন লুব্রিকেন্টস, আনোয়ার গ্যালভানাইজিং, তৌফিকা ফুড, শাহজীবাজার পাওয়ার, সামিট অ্যালায়েন্স পোর্ট, ডমিনেজ স্টিল, ওরিয়ন ইনফিউশন, রানার অটো, বারাকা পতেঙ্গা পাওয়ার এবং সোনালি পেপার।
দরবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি হলোÑসানলাইফ ইন্স্যুরেন্স, ইনটেক লিমিটেড, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক, এনআরবি ব্যাংক, ডরিন পাওয়ার, রানার অটো এবং সেলভো কেমিক্যাল। দরপতনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑইপিজিএল, মেঘনা সিমেন্ট, আরএসআরএম স্টিল, আনলেমা ইয়ার্ন, হাওয়াওয়েলটেক্স, মাইডাস ফাইন্যান্স, আরামিট সিমেন্ট, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, জনতা ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড এবং ট্রাস্ট ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড।
পুঁজিবাজার বিশ্লেষকরা মনে করছেন, বাজারে ক্রয়চাপ বৃদ্ধি ও বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের ফলে লেনদেন ও সূচকে ইতিবাচক গতি দেখা যাচ্ছে, যা সামগ্রিক বাজার স্থিতিশীলতায় ভূমিকা রাখবে।
প্রিন্ট করুন






Discussion about this post