শেয়ার বিজ ডেস্ক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৫ জুলাই) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় অর্থাৎ বেলা ১২ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২৫ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৭ পয়েন্টে।
শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৬ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১০ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯০৩ পয়েন্টে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৩১৫ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫৩ টির, কমেছে ৫৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭ টি কোম্পানির শেয়ারদর।
আরআর/

Discussion about this post