নিজস্ব প্রতিবেদক : সিরামিক্স, ফার্মাসিটিক্যালস অ্যান্ড কেমিক্যাল এবং ট্যানারি ইন্ডাস্ট্রিজ খাতের কোম্পানিগুলোর শেয়ারদর বাড়লেও দেশের প্রধান দুই পুঁজিবাজারে সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবসে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের কার্যদিবসের তুলনায় সূচক ও লেনদেন উভয়ই কমেছে। একইসঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর নিম্নমুখী ছিল।
বাজার পর্যালোচনায় দেখা যায়, দীর্ঘদিন ধরেই পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বগতি দেখা গেলেও শেষ পর্যন্ত তা পতনে রূপ নিচ্ছে। বৃহস্পতিবারও এর ব্যতিক্রম হয়নি। দিনের শুরুতে ডিএসই ও সিএসইতে সূচক ঊর্ধ্বমুখী থাকলেও লেনদেন শুরুর প্রায় ৫০ মিনিটের মাথায় সূচক নিম্নমুখী অবস্থানে চলে যায় এবং লেনদেন শেষ হওয়া পর্যন্ত সেই ধারা অব্যাহত থাকে।
ডিএসই পরিস্থিতি: দিনটিতে ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৩টি কোম্পানির ১৭ কোটি ৯ লাখ ৮০ হাজার ৯৭১টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়। বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৫৫০ কোটি ২০ লাখ ৪০ হাজার। আগের দিনে লেনদেন হয়েছিল ৬৩৩ কোটি ৯১ লাখ ৩৪ হাজার টাকা। সেই হিসেবে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ৮৩ কোটি ৭০ লাখ ৯৩ হাজার টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ২০.০৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৫৪.৩১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৭.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯৮৬.৫৪ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ৪.৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ০৩৪.৪৯ পয়েন্টে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ২৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ার।
সিএসই পরিস্থিতি: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএসসিএক্স সূচক আগের দিনের তুলনায় ২৫.৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৯৬৪ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৩৬.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪৬৯ পয়েন্টে। শরিয়াহ সূচক কমেছে ১.৯০ পয়েন্ট, দাঁড়িয়েছে ৮৮০ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৬৪.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৮০ পয়েন্টে।
দিনটিতে সিএসইতে ১৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত ছিল ২৪টির। সিএসইতে মোট লেনদেন হয়েছে ৮ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা আগের কার্যদিবসের ৮ কোটি ৫৯ লাখ টাকার তুলনায় সামান্য কম।
ডিএসইতে লেনদেনের শীর্ষে: লেনদেনের পরিমাণের ভিত্তিতে ডিএসইতে শীর্ষ ১০ কোম্পানি হলোÑডমিনেজ স্টিল, স্কয়ার ফার্মা, সিমটেক্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, তৌফিকা ফুডস, ইবনে সিনা, খান ব্রাদার্স পিপি, সিটি ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম ও ট্রাস্ট ব্যাংক।
দর বৃদ্ধির শীর্ষে : দিনটিতে দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-ডমিনেজ স্টিল, সিমটেক্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, তিতাস গ্যাস, ইবনে সিনা, ডরিন পাওয়ার, পেনিনসুলা চিটাগং, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-১, নাভানা ফার্মা ও জিকিউ বল পেন।
দর কমার শীর্ষে: অন্যদিকে দর কমার শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-ইন্টারন্যাশনাল লিজিং, এফএএস ফাইন্যান্স, পিপলস লিজিং, প্রিমিয়ার লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, এক্সিম ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড, এনার্জিপ্যাক পাওয়ার, অ্যাগ্রো ডেনিম, মিথুন নিটিং ও এলআর বিডিএল।
