Print Date & Time : 28 August 2025 Thursday 8:56 pm

সেতু ভবন থেকে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তা বন্ধ

শেয়ার বিজ ডেস্ক : রাজধানীর সেতু ভবন থেকে এয়ারপোর্ট পর্যন্ত বন্ধ রয়েছে রাস্তা। এতে থেমে গেছে ওই এলাকার যান চলাচল।

রোববার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ চিত্র দেখা যায়। অনেকেই হেঁটে রওনা দিচ্ছেন। সিএনজি অটোরিকশা চালকদের ধর্মঘটের কারণে মূলত যান চলাচল বন্ধ রয়েছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাসেল সারওয়ার বলেন, সকাল থেকেই রাস্তা অবরোধ করে রেখেছেন সিএনজি চালকরা । তারা সেতু ভবনের সামনে অবস্থান নিয়েছেন। এতে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তারা সকাল থেকেই মাঠে রয়েছেন, জনদুর্ভোগ কমাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আরআর/