প্রতিনিধি, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে জামিয়া ফারুকিয়া কওমিয়া নানাখী এতিমখানার ভবন উদ্বোধন হয়েছে। গতকাল শনিবার বিকেলে মাদরাসা অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে এই ভবন উদ্বোধন করা হয়।
সোনারগাঁ চাষী হাউজিং প্রাইভেট লিমিটেডের সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ শফিকুল ইসলাম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১নং সহসভাপতি শিল্পপতি আল মুজাহিদ মল্লিক। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ কাউসার মিয়া, মোহাম্মদ আমজাদ হক আপেল।
প্রধান অতিথি আল মুজাহিদ মল্লিক বলেন, বর্তমানে অন্যান্য শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম। ধর্মীয় শিক্ষায় মানুষের মধ্যে মানবিক গুনাবলী তৈরি হয়। হাদিস এবং কোরআনের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হলে মানুষ কখনো অপরাধ করবে না। মানুষের দ্বারা মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হবে না। কুরআনের প্রকৃত ব্যাখ্যা মানুষের মাঝে ছড়িয়ে দিলে মানুষের মধ্যে ভাতৃত্ববোধ তৈরি হবে।
শেষে সাদিপুর ইউনিয়ন নানাখি স্ট্যান্ডে তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে রিফলেট বিতরণ এবং সাধারণ মানুষের কাছে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি পদপ্রার্থী হিসেবে দোয়া চান।