Print Date & Time : 3 August 2025 Sunday 2:34 am

সোনারগাঁয়ে বিএনপির গণসমাবেশ

প্রতিনিধি, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড নোয়াদ্দা বাবু বাজারে বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত গণসমাবেশে মানুষের ঢল নেমেছে। এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপি ১নং সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপি সভাপতি বিশিষ্ট শিল্পপতি আল মুজাহিদ মল্লিক।

প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে হৃদয়ে ধারণ করে রাজনীতি করি। তিনি বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখতেন সোনার বাংলাদেশ গড়ার। সেই স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আশার আহবান জানাচ্ছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আপোষহীন নেত্রী আমি তার সুস্থতা কামনা করছি। আমি আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি। যদি দল আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয়, তবে সোনারগাঁয়ের শিক্ষা ব্যবস্থা ও ব্যাবসা প্রতিষ্ঠানে সুফল আনার চেষ্টা করব। আপনারা আমাকে সমর্থন দিলে সোনারগাঁবাসীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে বলতে চাই মাদক ইভটিজিং জুয়া কিশোর গ্যাং সোনারগাঁয়ে থাকবে না।

সমাবেশে সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবু। বিশেষ অতিথি ছিলেন- নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি টিএইচ তোফা, জামপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক সাবেক মেম্বার ইব্রাহিম ভূঁইয়া ও সহ-সভাপতি সাবেক মেম্বার ওসমান মিয়া। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি হাজিবুর রহমান, ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি সুলতান মামুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জাসাস নেতা রুবেল, যুবদল নেতা মাহমুদুল হাসান মন্জু,নারায়ণগঞ্জ জেলা কৃষকদলে যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, জেলা ছাত্রদল নেতা আমিনুল ইসলাম শান্ত, আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের অধ্যক্ষ মো. গিয়াসউদ্দিন, সোনারগাঁও উপজেলা তরুনদলের সভাপতি আরিফসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী। গণসমাবেজ শেষে নোয়াদ্দা বাবু বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন অতিথিরা।