প্রতিনিধি, সোনারগাঁ ( নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ ও পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠানে মানবতার ফেরিওলা বলে আখ্যা দিয়েছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের তরুণ ও যুবসমাজ।
সোমবার বিকেলে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের উলুকান্দী এলাকায় লিফলেট বিতরণে সময় সোনারগাঁ উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিকে এমন উপাদী দেন তারা।
লিফলেট বিতরণের সময় তিনি বলেন,আমি শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ মেনে চলি আমি কোনও চাঁদাবাজি ধান্দাবাজি করিনা, আমার টাকার প্রতি কোনও লোভ লালসা নেই,আমি চাই তরুণ প্রজন্ম যেন শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সৈনিক হিসেবে গড়ে উঠুক। আল্লাহ যদি আমাকে কবুল করে আমি সোনারগাঁয়ে কোনও দুর্নীতিবাজ, সন্ত্রাস মাদক কারবারি থাকবে না ইনশাআল্লাহ ।
তিনি আরও বলেন, প্রতিটি মা, বাবার কাছে অনুরোধ সন্তানের প্রতি খেয়াল রাখুন তারা যেন মাদকে না জড়িয়ে পড়ে।
এসময় উপস্থিত ছিলেন- বৈদ্যেরবাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি নেতা ওয়াসকুরুনি, মানসুর, ওমর, আব্দুল বাতেন, ফারুক মুন্সি এবং সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুর রহিমসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Discussion about this post