প্রতিনিধি, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) : ছাত্র-জনতার তাজা রক্তে অর্জিত ৫ আগস্ট উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির বিজয় র্যালি হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় সোনারগাঁও উপজেলা জামপুরে ঢাকা-আড়াইহাজার সড়কের বস্তলে অনুষ্ঠিত র্যালিতে নেতৃত্ব দেন আগামী সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক। র্যালিটি ঢাকা-বাইপাস এশিয়ান হাইওয়ে সড়কের বস্তলমোড় থেকে শুরু করে ঢাকা- আড়াইহাজার সড়কের জামপুরের তালতলা বাজারে গিয়ে শেষ হয়।
এ সময় পথসভায় তিনি বলেন, ছাত্র-জনতা তাজা রক্তের বিনিময়ে জীবন বিসর্জন দিয়ে ফ্যাসীবাদী আঃলীগ মুক্ত করছে। তাদের অর্জিত এ ৫ আগস্ট বৃথা দেয়া যাবে না। এ দিবসটি চিরসরণীয় করে রাখতে হবে।
৫ আগস্টে নিহত ছাত্র-জনতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের সমবেদনা ব্যাক্ত করে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দেশ সংস্কারের ৩১ দফা উদ্যোগ বাস্তবায়ন করতে হবে। তাই সকল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের আহবান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, আব্দুল লতিফ সাবেক মেম্বার, জামপুর ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি ওসমান মিয়া, সুলতান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ওয়ার্ড সভাপতি তাহের আলীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মী।

Discussion about this post