প্রতিনিধি, সোনারগাঁ ( নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ ও পদযাত্রা প্রচার প্রচারণা কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল বুধবার সকালে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে লিফলেট বিতরণ করেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ।
এ সময় পদযাত্রায় তিনি বলেন, আমি শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ মেনে চলি, আমি কোনও চাঁদাবাজি ধান্দাবাজি করিনা, আমার টাকার প্রতি লোভ লালসা নেই। আমি চাই তরুণ প্রজন্ম যেন শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সৈনিক হিসেবে গড়ে উঠুক। আল্লাহ যদি আমাকে কবুল করে আমি সোনারগাঁয়ে কোন দুর্নীতিবাজ,সন্ত্রাস মাদক ব্যবসায়ী থাকবেনা ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমি সবসময় সততা ও ত্যাগের রাজনীতি করে আসছি। কোনও ভোগের রাজনীতি করি না, লোভ-লালসার রাজনীতিও করি না। তাই জনগণ আমার মধ্যে সবসময় সততা খুঁজে পাবেন। সোনারগাঁকে সুন্দরভাবে সাজাতে শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবস্থা খাতে কাজ করে যাব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১ দফা বাস্তবায়নে ঘরে ঘরে মানুষের কাছে লিফলেট পৌঁছে দিচ্ছি। আগামী সংসদ নির্বাচনে আমি মনোনয়ন প্রত্যাশী। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে একটি সুন্দর ও উন্নত সোনারগাঁ গড়তে কাজ করব। বেকারত্ব দূর করব, মাদকমুক্ত একটি সুস্থ সমাজ গড়ে তুলব।
এ সময় উপস্থিত ছিলেন- সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পারভেজ সাজ্জাদ চৌধুরী (চপল), মোগড়াপাড়া ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মো. বুলু, ১নং ওয়ার্ডের বিএনপি নেতা বাবুল, রশিদ, মো. সুমন, সোনারগাঁও উপজেলা ছাত্রদল নেতা এস এম শিহাব, সোনারগাঁও সরকারি কলেজের সাবেক ছাত্রদল আব্দুর রহিম প্রমুখ।