Print Date & Time : 28 August 2025 Thursday 10:38 am

সোনালী লাইফের জীবন বিমা তহবিল কমেছে

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্সের জীবন বিমা তহবিল এক বছরের ব্যবধানে প্রায় ৭৭ কোটি টাকা কমেছে। কোম্পানির পরিচালন সক্ষমতাও কমেছে। গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত সর্বশেষ আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুসারে, ২০২৪ হিসাববছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানির জীবন বীমা তহবিলের আকার দাঁড়িয়েছে ৭৯১ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে যেখানে তহবিলের আকার ছিল ৮৬৮ কোটি ৫১ লাখ ৪০ হাজার টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানির জীবন বীমা তহবিলের আকার কমেছে ৭৬ কোটি ৯৯ লাখ ৯০ হাজার টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে আজ একই দিনে কোম্পানিটির ২০২৪ সালের প্রথম (জানুয়ারি-মার্চ), দ্বিতীয় (এপ্রিল-জুন) এবং তৃতীয়

(জুলাই-সেপ্টেম্বর) প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। যদিও বিএসইসির কোম্পানি আইন অনুযায়ী, প্রান্তিক শেষ হওয়ার পরবর্তী ৬০ কার্যদিবসের মধ্যে কোম্পানিকে ওই প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে হবে। এক্ষেত্রে কোম্পানিটি বিএসইসির আইন লঙ্ঘন করেছে।

এদিকে গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ পরিচালন প্রবাহ কমে দাঁড়িয়েছে ১৬ টাকা ৩ পয়সা, আগের বছরের একই সময় শেষে যা ছিল ৫৪ টাকা ৬৯ পয়সা।