Print Date & Time : 18 August 2025 Monday 9:27 pm

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৩০তম বার্ষিক সাধারণ সভা

শেয়ার বিজ ডেস্ক : সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি’র ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে গত ১৮ আগস্ট ২০২৫। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. এম. সাদিকুল ইসলাম, পিএইচডি, এফসিএমএ সভায় সভাপতিত্ব করেন।

সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মিসেস মাকসুদা বেগমসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক জনাব শফিউজ্জামান এবং সম্মানিত শেয়ারহোল্ডাররা অংশগ্রহণ করেন। এছাড়া ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরগণও উপস্থিত ছিলেন।

সভার কার্যক্রম পরিচালনা করেন ব্যাংকের কোম্পানি সেক্রেটারি জনাব মো. নাজমুল আহসান, এফসিএস।

সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম, আর্থিক প্রতিবেদন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ব্যাংকের উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

আরআর/